সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি রিভলভার ও গুলি উদ্ধার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সীমান্তবর্তী মাওলারপাড় সেতু এলাকা থেকে আমেরিকান তৈরি একটি রিভলভার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সিলেট-৪৮ ব্যাটালিয়নের সদস্যরা মাওলারপাড় সেতুর পশ্চিম পাশে অভিযান চালান। এ সময় বড়ই গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলভারটি ও গুলি উদ্ধার করা হয়। অস্ত্রটির গায়ে ইংরেজিতে ‘USA’ খোদাই করা আছে।
সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, উদ্ধার করা অস্ত্র ও গুলি দোয়ারাবাজার থানায় জমা দেওয়া হবে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫