ঢাকা প্রেস নিউজ
উন্নয়ন কর্মকাণ্ডে গত আট মাসে স্থবিরতা লক্ষ্য করা গেছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার দাঁড়িয়েছে মাত্র ২৪.২৭ শতাংশ, যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন। বিশেষত, ফেব্রুয়ারির মাসে বাস্তবায়ন গত বছরের একই সময়ের অর্ধেকেরও কম ছিল, যেখানে এই মাসে বাস্তবায়ন হয়েছিল মাত্র ২.৭৬ শতাংশ।
এছাড়া, জুলাই-ফেব্রুয়ারি সময়কালে গত অর্থবছরের একই সময়ে এডিপির ব্যয় প্রায় ১৮ হাজার কোটি টাকা কমে গেছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রতিবেদন অনুসারে, গত আট মাসে এডিপির প্রকল্পগুলোতে মোট ব্যয় হয়েছে ৬৭ হাজার ৫৫৩ কোটি টাকা, যা গত বছর একই সময়ে ছিল ৮৫ হাজার ৬০৩ কোটি টাকা। অর্থাৎ, এক বছরে ব্যয় কমেছে ১৮ হাজার ৫০ কোটি টাকা।
উন্নয়ন ব্যয়ে এ স্থবিরতার কারণ জানতে চাইলে আইএমইডির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকার অগ্রাধিকারের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নে মনোযোগ দেয় এবং কিছু প্রকল্প স্থগিত বা বাদ দেয়া হয়। এর ফলে অনেক প্রকল্পে অর্থছাড় কমিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, অর্থবছরের শুরুর দিকে রাজনৈতিক অস্থিরতা বাস্তবায়ন কাজে বিঘ্ন ঘটিয়েছে।”
প্রতিবেদনটি জানায়, ফেব্রুয়ারিতে একক মাসে ব্যয় হয়েছিল ৭ হাজার ৬৭৬ কোটি টাকা, যেখানে গত বছরের একই মাসে ব্যয় হয়েছিল ১১ হাজার ৬৩৮ কোটি টাকা। এর মানে, ফেব্রুয়ারিতে গত বছরের তুলনায় ব্যয় কমেছে ৩ হাজার ৯৬২ কোটি টাকা।
চলতি অর্থবছরে ১ হাজার ৩২৭টি প্রকল্প, ১৭টি উপপ্রকল্প এবং উন্নয়ন সহায়তার জন্য ৯টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। মূল এডিপিতে এসব প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ২ লাখ ৭৮ হাজার ২৮৯ কোটি টাকা। তবে বাস্তবায়ন স্থবিরতা কাটিয়ে উঠতে সংশোধিত এডিপির (আরএডিপি) আকার কমিয়ে রেকর্ড পরিমাণে ছোট করা হয়েছে। মূল এডিপি থেকে ১৮% বা ৪৯ হাজার কোটি টাকা কমিয়ে বর্তমান আরএডিপির আকার দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা।