|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৪৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ অক্টোবর ২০২৩ ১২:৫৭ অপরাহ্ণ

ফিলিস্তিনিদের প্রতিরোধ অভিযানে মুসলিম বিশ্বের সংহতি


ফিলিস্তিনিদের প্রতিরোধ অভিযানে মুসলিম বিশ্বের সংহতি


ম্প্রতি ফিলিস্তিনিদের প্রতিরোধ অভিযানে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো সংহতি ও সমর্থন জানিয়েছে। মিসর, জর্দান, আলজেরিয়ার পাশাপাশি বিশ্বখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিন ইস্যুতে পাশে থাকার আহ্বান জানায়। গত শনিবার প্রকাশিত বিবৃতিতে আল-আজহার কর্তৃপক্ষ নিরপরাধ ফিলিস্তিনিদের প্রাণহানিতে আধুনিক বিশ্বের নীরবতায় সমবেদনা জানায়। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইহুদিবাদীদের দ্বারা ফিলিস্তিন ভূমির দীর্ঘ সময়ের দখলকে যুক্তি ও প্রজ্ঞার সঙ্গে দেখার দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আল-আজহার কর্তৃপক্ষ নিরপরাধ ফিলিস্তিনিদের প্রাণহানিতে নীরব বিশ্বের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে। পাশাপাশি ফিলিস্তিনি জনগণের দৃঢ়তার জন্য অভিবাদন জানিয়েছে। মহান আল্লাহ যেন তাদের ইহুদিবাদীদের অত্যাচার ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং আন্তর্জাতিক বিশ্বের লজ্জাকর নীরবতার মুখে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা দেন।’ এই দখলদারিকে ‘কলঙ্ক’ আখ্যায়িত করে বিবৃতিতে বলা হয়, ‘ইহুদিবাদী কর্তৃপক্ষ ফিলিস্তিন ভূমির দখলদারি আধুনিক ইতিহাসের দীর্ঘতম দখলদারিত্ব।

এটি আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবতার জন্য একটি কলঙ্ক; ফিলিস্তিন ইস্যুতে তা আরো দ্বিগুণ বৃদ্ধি পাবে। এদিকে মিসরের মুফতি শাওকি আল্লাম বলেছেন, ‘ফিলিস্তিন ইস্যু ভূপৃষ্ঠের সব আরব ও মুসলিমের ইস্যু। পৃথিবীর যে প্রান্তেই থাকুক তাঁরা এই গুরুদায়িত্ব বহন করে চলেন। এটি কোনো নির্দিষ্ট সীমারেখার জন্য সীমাবদ্ধ নয়, বরং তা আমাদের অন্তরে সদাজাগ্রত।


যুগে যুগে জেরুজালেম ভূখণ্ডের ধর্মীয় ও ঐতিহাসিক ঐতিহ্য থাকায় আরব ও ফিলিস্তিনিদের অধিকার বিষয়ে আমরা সব সময় একতাবদ্ধ।’ জর্দানের গ্র্যান্ড মুফতি শায়খ আহমদ বিন হামাদ আল-খলিলি প্রার্থনা করে বলেছেন, ‘মহান আল্লাহ দখলদার শত্রুদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের দুঃসাহসী প্রতিরোধ অভিযানকে সফল করুন। অবশ্যই আল্লাহ তাদের সাহায্য করেন, যারা তাঁকে সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ শক্তিশালী দৃঢ়প্রতিজ্ঞ।’

ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স এক বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে ফিস্তিনিদের জন্য বিজয় কামনা করে। পাশাপাশি তাদের জন্য মুসলিম উম্মাহর আলেম ও হাফেজদের দোয়া করতে বলা হয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘হে আল্লাহ, আমরা আল-আকসা মসজিদ, জেরুজালেমের অধিবাসী ও পুরো ফিলিস্তিনকে আপনার কাছে অর্পণ করছি। হে আল্লাহ, আপনি আমাদের জন্য সাহায্যকারী হোন। হে আল্লাহ, দোয়া ছাড়া আমাদের কোনো সামর্থ্য নেই।’

অ্যাসোসিয়েশন অব আলজেরিয়ান মুসলিম ওলামা জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে চলমান পরিস্থিতি উভয় পক্ষের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত বহন করে। সংগঠনটি আরব ও মুসলিমদের ফিলিস্তিনি প্রতিরোধ অভিযানকে সর্বাত্মকভাবে সহযোগিতার আহ্বান জানায়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫