যুক্তরাষ্ট্র থেকে কেনা হচ্ছে দুই বাল্ক ক্যারিয়ার জাহাজ, ব্যয় প্রায় ৯৩৫ কোটি টাকা

সরকার যুক্তরাষ্ট্র থেকে ৫৫ থেকে ৬৬ হাজার ডিডব্লিউটি ক্ষমতার দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসির কাছ থেকে এই দুই জাহাজ কিনতে ব্যয় হবে মোট ৯৩৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার টাকা।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন প্রদান করা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ‘৫৫-৬৬ হাজার ডিডব্লিউটি ক্ষমতার দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ ক্রয়’ প্রকল্পের আওতায় এক ধাপ দুই খাম দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। এতে তিনটি প্রতিষ্ঠান দরপ্রস্তাব জমা দেয়, যার মধ্যে দুটি কারিগরি দিক থেকে রেসপনসিভ হিসেবে বিবেচিত হয়। দরপত্র প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশ অনুযায়ী যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে সর্বনিম্ন দর হিসেবে ৭৬.৬৯৮ মিলিয়ন মার্কিন ডলারে জাহাজ দুটি কেনার সিদ্ধান্ত নেয়া হয়।
এই দুই জাহাজ কেনার জন্য প্রয়োজনীয় অর্থায়ন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব তহবিল থেকে করা হবে।
একই সঙ্গে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পাশাপাশি আরেকটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকেও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যান্তরীণ নৌপরিবহন প্রকল্প-১ (চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনালসহ আনুষঙ্গিক স্থাপনা নির্মাণ) (দ্বিতীয় সংশোধিত)’ প্রকল্পের বিভিন্ন প্যাকেজের অবশিষ্ট কাজ সরকারি ক্রয় পদ্ধতিতে সম্পাদনের অনুমোদন দেওয়া হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫