|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০২:১৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ নভেম্বর ২০২৪ ০৪:৫৫ অপরাহ্ণ

যুক্তরাজ্যের সমর্থনে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ার উদ্যোগ


যুক্তরাজ্যের সমর্থনে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ার উদ্যোগ


ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশের জনগণের জন্য একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন করছে যুক্তরাজ্য। এমনটাই জানিয়েছেন যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট।
 

শনিবার (১৬ নভেম্বর) ঢাকায় এসে তিনি এ কথা বলেন। যুক্তরাজ্য দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
 

ক্যাথরিন ওয়েস্ট বলেন, “অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর থেকে দায়বদ্ধতার বিষয়ে তাদের কার্যক্রম এবং বাংলাদেশের একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরির উদ্যোগে যুক্তরাজ্য শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে। এছাড়া রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় বাংলাদেশি সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় পরিষেবা ও সহায়তা প্রদানে যুক্তরাজ্যের নতুন তহবিল ঘোষণা করতে পেরে আমি গর্বিত।”
 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা সফরকালে ক্যাথরিন ওয়েস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার, নিরাপত্তা, বাণিজ্য সহযোগিতা এবং অভিবাসনসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাজ্যের চলমান সহায়তা নিয়ে আলোচনা হবে।
 

এছাড়া, তিনি ছাত্রনেতা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের গণতান্ত্র পুনরুদ্ধারে যুক্তরাজ্যের ভূমিকা নিয়ে মতবিনিময় করবেন। একই সঙ্গে, ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করবেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫