|
প্রিন্টের সময়কালঃ ১৯ মে ২০২৫ ০৭:২৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ মে ২০২৫ ০৫:৫৩ অপরাহ্ণ

ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে


ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার সকালে থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।
 

আটকের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (অ্যাডমিন) নাসিরুল ইসলাম। বিকেল সাড়ে ৩টার দিকে তিনি দৈনিক সমকালকে জানান, “নুসরাত ফারিয়াকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।”
 

অভিনেত্রীর বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা প্রচেষ্টার মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
 

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমাদের থানায় এখনও তাকে হস্তান্তর করা হয়নি। যতদূর জানি, তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫