|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ০৪:২০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৪ ১০:১৪ অপরাহ্ণ

নির্বাচনে কোন দল অংশগ্রহণ করবে, তা নির্বাচন কমিশনই নির্ধারণ করবে: বদিউল আলম


নির্বাচনে কোন দল অংশগ্রহণ করবে, তা নির্বাচন কমিশনই নির্ধারণ করবে: বদিউল আলম


ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-

 

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ‘গত ১৫ বছরে নির্বাচন নিয়ে যে প্রহসন হয়েছে এবং নির্বাচন ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছে, তার মৌলিক পরিবর্তনই আমাদের সংস্কারের মূল লক্ষ্য। নির্বাচনে কোন দল অংশ নেবে, তা নির্বাচন কমিশনই নির্ধারণ করবে। সংস্কার কমিশন এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না।’
 

রোববার (২২ ডিসেম্বর) চট্টগ্রামে নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি সংস্থা, এনজিও, বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
 

বদিউল আলম মজুমদার আরও বলেন, প্রশাসনের কর্মকর্তারা এখন আর আগের মতো নির্বাচনে ব্যবহৃত হতে চান না। তাদের মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে আগ্রহ বৃদ্ধি পেয়েছে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করা হবে। এই প্রস্তাবে কমিশনের ক্ষমতা বৃদ্ধি, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা এবং রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্রের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে।
 

ইভিএমে নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "ইভিএমে নির্বাচন আয়োজনের আর কোনো প্রশ্নই উঠে না। নির্বাচন কমিশন পুরোনো আইনে পরিচালিত হলেও প্রস্তাবের সঙ্গে তা সাংঘর্ষিক নয়। যদি যোগ্য এবং সঠিক ব্যক্তি দায়িত্বে থাকেন, তাহলে সুষ্ঠু নির্বাচনের পথে কোনো বাধা থাকবে না।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫