ট্রেড লাইসেন্স (Trade License) কি? কেন প্রয়োজন?

প্রকাশকালঃ ০৯ মে ২০২৪ ০৪:৫৩ অপরাহ্ণ ৫০৭ বার পঠিত
ট্রেড লাইসেন্স (Trade License) কি? কেন প্রয়োজন?

ঢাকা প্রেসঃ
ট্রেড লাইসেন্স (Trade License) কি?

ট্রেড (Trade) অর্থ ব্যবসা এবং লাইসেন্স (License) অর্থ অনুমতি; অর্থাৎ, বৈধভাবে ব্যবসা করার জন্য যথাযথ কর্তৃপক্ষ থেকে যে অনুমতি, পত্রের মাধ্যমে দেওয়া হয়, তাকে ট্রেড লাইসেন্স (Trade License) বলা হয়। সিটি কর্পোরেশন কর বিধি, ২০০৯ এর মাধ্যমে বাংলাদেশে ট্রেড লাইসেন্সের (Trade License) সূচনা ঘটে। এই লাইসেন্স উদ্যোক্তাদের আবেদনের ভিত্তিতে প্রদান করা হয়।

 

ট্রেড লাইসেন্স (Trade License) কেন প্রয়োজন?

প্রথমত ব্যবসার আইনগত পরিচয় প্রদানের জন্য ট্রেড লাইসেন্স দরকার। ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসার আইনগত কোন ভিত্তি থাকে না। ব্যবসা পরিচালনা করতে একটি ব্যাংক একাউন্ট একান্তই দরকার।

 


 

যদি আপনার কোন ট্রেড লাইসেন্স না থাকে তবে কোনভাবেই ব্যাংক একাউন্ট খুলতে পারবেন না। তাই ব্যাংক একাউন্ট খোলার জন্য ট্রেড লাইসেন্স অত্যন্ত জরুরি। ব্যাংক ঋণ নিতে গেলে অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে। আপনার ব্যবসার বৈধতার প্রমাণ বহন করে আপনার ট্রেড লাইসেন্স। তাই ব্যাংক যেহেতু অবৈধ কোন প্রতিষ্ঠানকে ঋণ দেয় না সে কারণে আপনার ট্রেড লাইসেন্স লাগবে। কোন ব্যবসায়ী সংগঠনের সদস্য হতে গেলে অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে। আপনার ব্যবসা প্রতিষ্ঠান আসলেই আছে কি নেই তা বুঝা যাবে আপনার ট্রেড লাইসেন্স দেখে। তাই কোন অপ্রাতিষ্ঠানিক নামকে কোন সংগঠন সদস্যভুক্ত করে না।



ট্রেড লাইসেন্স (Trade License) করতে কি কি কাগজপত্র লাগবে?

এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে-

  • দোকান /অফিস ভাড়ার সত্যায়িত চুক্তিপত্রের ফটোকপি
  • নিজের দোকান হলে ইউটিলিটি বিল এবং হালনাগাদ হোল্ডিং ট্যাক্স পরিশোধের ফটোকপি
  • আবেদনকারির ৩ কপি পাসপোর্ট সাইজের কপি

 

যৌথ মালিকানার ক্ষেত্রে-

  • দোকান /অফিস ভাড়ার সত্যায়িত চুক্তিপত্রের ফটোকপি
  • নিজের দোকান হলে ইউটিলিটি বিল এবং হালনাগাদ হোল্ডিং ট্যাক্স পরিশোধের ফটোকপি
  • ডিরেক্টরদের ২ কপি পাসপোর্ট সাইজের কপি
  • ২০০০ টাকা জুডিশিয়াল স্ট্যাম্পে পার্টনাশিপের অঙ্গিকারনামা/ শর্তাবলি জমা দিতে হবে

 

কোম্পানির ক্ষেত্রে-

  • অফিস বা দোকান ভাড়ার চুক্তিপত্রের সত্যায়িত ফটোকপি। জায়গাটি অংশীদারদের কারোর নিজের হলে ইউটিলিটি বিল এবং হোল্ডিং ট্যাক্স পরিশোধের ফটোকপি।
  • কোম্পানির সার্টিফিকেট অফ ইন-কর্পোরেশন
  • কোম্পানির মেমরেন্ডাম ও আর্টিকেল অফ এসোসিয়েশন
  • ম্যানেজিং ডিরেক্টরের তিন কপি ছবি
  • ম্যানেজিং ডিরেক্টরের জাতীয় পরিচয়পত্র

 

ফ্যাক্টরি/ কারখানার ট্রেড লাইসেন্স এ কি কি প্রয়োজনীয় কাগজপত্র দরকার?

  • পরিবেশের ছাড়পত্রের কপি
  • প্রস্তাবিত ফ্যাক্টরি/ কারখানার পার্শ্ববর্তী অবস্থান বা স্থাপনার বিবরণসহ নকশা/ লোকেশন ম্যাপ
  • প্রস্তাবিত ফ্যাক্টরি/ কারখানার পার্শ্ববর্তী অবস্থান বা স্থাপনার মালিকের অনাপত্তিনামা
  • ফায়ার সার্ভিসের ছাড়পত্র
  • ঢাকা সিটি কর্পোরেশন এর নিয়ম কানুন মেনে চলার স্বাক্ষরিত অঙ্গিকারনামা ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প

 

ট্রেড লাইসেন্সের আবেদন

প্রথম কাজ হচ্ছে ব্যবসায়িক কেন্দ্রের জন্য সঠিক অঞ্চল নির্ধারণ করা। তারপর আই ফর্ম এবং কে ফর্ম নামে ট্রেড লাইসেন্স আবেদনের দুটি ভিন্ন ধরনের ফর্ম আছে।

 

 

ছোট কিংবা সাধারণ ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য আই ফর্ম এবং বড় ব্যবসার ক্ষেত্রে কে ফর্ম সংগ্রহ করতে হয়। প্রতিষ্ঠানটি যে অঞ্চলের অন্তর্ভুক্ত সেই অঞ্চলের অফিস থেকেই এই ফর্মগুলো সংগ্রহ করা যাবে, যেগুলোর প্রতিটির দাম ১০ টাকা। সংশ্লিষ্ট ব্যাংকে ট্রেড লাইসেন্সের ফি ভ্যাটসহ জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। ব্যবসার ধরন অনুযায় প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন ফর্মটির সঙ্গে ব্যাংকে ফি জমা রশিদটি সংযুক্ত করে স্থানীয় সরকারের অফিসে জমা দিতে হবে। লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে মেমোরেন্ডাম এর কপি দাখিল করতে হয়। তারপর স্থানীয় সরকারের অধিভূক্ত আঞ্চলিক অফিস থেকে দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা ব্যবসায়িক কেন্দ্রটি পরিদর্শন করে অফিসে রিপোর্ট করবেন। পূর্ববর্তী প্রতিটি কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হলে ট্রেড লাইসেন্স পাওয়া যাবে সেই আঞ্চলিক অফিসে। 

 

ট্রেড লাইসেন্স করতে কত টাকা খরচ হয়?

ট্রেড লাইসেন্স ফি তালিকা-

  • লিমিটেড কোম্পানির ফি ১৫০০-১২০০০ টাকা
  • ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের ফি ৩০০০-১০০০০ টাকা
  • ট্রেনিং বা শিক্ষাপ্রতিষ্ঠানের ফি ৫০০-৫০০০ টাকা
  • ঠিকাদারী প্রতিষ্ঠানের ফি ১০০০-৬০০০ টাকা
  • লিমিটেড ব্যতিত উৎপাদনকারী প্রতিষ্ঠানের ফি ৩০০০-৫০০০ টাকা
  • অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে তফসিল অনুযায়ী ভিজিট করতে পারেন https://www.facebook.com/Dhakabiz.com.bd

 

ট্রেড লাইসেন্স পেতে কত দিন সময় লাগবে?

ট্রেড লাইসেন্স প্রক্রিয়ায় সময় লাগতে পারে আবেদন ফর্ম জমা দেওয়ার দিন থেকে তিন থেকে সাত কর্মদিবস।

 

ট্রেড লাইসেন্স নবায়ন ট্রেড লাইসেন্স নবায়ন করতে যা যা জরুরি

  • পূর্বের ট্রেড লাইসেন্স
  • পূর্বের ট্রেড লাইসেন্স ফি জমার রশিদ
  • ফি: লাইসেন্স নবায়ন ফি নতুন লাইসেন্সের সমপরিমাণ

 

ট্রেড লাইসেন্স নবায়ন ফি কত? 

লাইসেন্স নবায়ন ফি নতুন লাইসেন্সের সমপরিমাণ সাথে ৩০০০ টাকার উৎস কর প্রদান করতে হবে। অর্থাৎ প্রথমবার ট্রেড লাইসেন্স টি করতে আপনার যত টাকা খরচ হয়েছে নবায়ন করতে সেই টাকার সাথে আরও ৩০০০ টাকা যোগ করে হিসেব করবেন। ১-৩ কার্যদিবসের ভিতর ট্রেড লাইসেন্স নবায়ন হয়ে যায়।