|
প্রিন্টের সময়কালঃ ২৩ ডিসেম্বর ২০২৫ ০৬:৫৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ ডিসেম্বর ২০২৫ ০৩:০৫ অপরাহ্ণ

নির্বাচনে বিশৃঙ্খলা বরদাশত হবে না: আইজিপি


নির্বাচনে বিশৃঙ্খলা বরদাশত হবে না: আইজিপি


আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, রাস্তাঘাট অবরোধ বা সমাজে অস্থিরতা সৃষ্টির যে কোনো চেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে।
 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভাবনের অডিটোরিয়ামে ডিসি, এসপি, বিভাগীয় কমিশনার, সব রেঞ্জের ডিআইজি ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে এক দিনব্যাপী সংলাপে অংশ নিয়ে আইজিপি এ কথা জানান। তিনি বলেন, “বিগত জুলাই মাসের পর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। কিন্তু এখন পুলিশ আগের চেয়ে অনেক বেশি সক্ষম।”
 

আইজিপি আরও বলেন, আইনশৃঙ্খলা বা ‘অর্ডার’ প্রতিষ্ঠা ছাড়া নির্বাচন কমিশনকে সঠিক সহায়তা দেওয়া সম্ভব নয়। তিনি কমিশনারদের আশ্বস্ত করে বলেন, পুলিশ বাহিনী যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত এবং নির্বাচনকে সুন্দর ও সফল করতে সর্বশক্তি দিয়ে কাজ করবে।
 

নির্বাচনি অপরাধ দমন ও মাঠ পর্যায়ে স্বচ্ছতা বজায় রাখতে ‘নির্বাচনি অনুসন্ধান কমিটি’র বিচারিক ক্ষমতাকেও আইজিপি প্রশংসা করেন। তিনি বলেন, এই কমিটি শুধু পুলিশ নয়, প্রয়োজনে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তাও নিতে পারে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫