বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন: জোনায়েদ সাকি

প্রকাশকালঃ ২৩ নভেম্বর ২০২৪ ০৪:১৫ অপরাহ্ণ ০ বার পঠিত
বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন: জোনায়েদ সাকি

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (রাজশাহী):-
 

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রয়োজন। বর্তমান সংবিধান এবং রাষ্ট্রীয় কাঠামো ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী ব্যবস্থার উপযোগী করে তৈরি। এটি জনগণের সেবার বদলে শাসকশ্রেণির স্বার্থ রক্ষা করে। তাই রাষ্ট্রের প্রতিষ্ঠান, আইন-কানুন এবং সংবিধান—সবকিছুর গণতান্ত্রিক রূপান্তর জরুরি।
 

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টে গণসংহতি আন্দোলনের আয়োজনে "রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত" শীর্ষক গণসংলাপে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।
 

জোনায়েদ সাকি বলেন, ১৯৭২ সালের সংবিধান জনমানুষের আকাঙ্ক্ষা উপেক্ষা করে ক্ষমতাসীনদের শক্তিশালী করার লক্ষ্যে তৈরি হয়েছিল। সেই সংবিধানের মাধ্যমেই বাকশাল প্রতিষ্ঠিত হয়। তাই সংবিধানের পরিবর্তন অপরিহার্য।
 

তিনি আরও বলেন, সমাজে বৈষম্য দূর করতে এবং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে ফ্যাসিবাদী সংবিধান বদলে গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করতে হবে। এ লক্ষ্যে অভ্যুত্থানের চেতনায় নতুন রাজনৈতিক শক্তি ও জনগণের নিজস্ব রাজনৈতিক দল গড়ে তুলতে হবে।
 

গণসংলাপে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলন রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু।
 

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।