|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ০২:৩৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ জানুয়ারি ২০২৫ ০২:১৬ অপরাহ্ণ

নওগাঁয় আন্ত:জেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার


নওগাঁয় আন্ত:জেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার


ঢাকা প্রেস নিজস্ব প্রতিনিধি:-

 

নওগাঁয় মহাদেবপুরে প্রকাশ্য দিবালোকে স্বর্ণ চুরির সাথে জড়িত আন্ত:জেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি যাওয়া স্বর্ণ, নগদ টাকা ও একটি প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (১ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান। এর আগে রাতে মঙ্গলবার রাতে দিনাজপুর জেলার কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।।

 

গ্রেফতাররা হলেন, দিনাজপুর জেলার কোতোয়ালি উপজেলার কালিতলা এলাকার মোতাহারুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম (৫৫). রাজবাড়ি তামলিপাড়া এলাকার মোফাফফর আলীর ছেলে রামজান আলী (৪৬) ও তার স্ত্রী মনোয়ারা বেগম (৩০)।

 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, গত ২৬ তারিখ বিকেলে মহাদেবপুর উপজেলার মধ্যবাজারের মায়ামনি জুয়েলার্স থেকে প্রায় ২ লাখ ১৩ হাজার টাকার মূল্যের স্বর্ণের ১ভরি  ৬ আনা ২রতি ওজনের ব্রেসলেট চুরি হয়। পরে এ বিষয়ে থানায় অভিযোগ দিলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে জড়িত চোরদের সনাক্ত করে তাদের গ্রেফতার ও চুরি যাওয়া স্বর্ণ উদ্ধারে অভিযান শুরু করলে মঙ্গলবার রাতে সিসিটিভির ফুটেজ ও আধুনিক প্রযুক্তি সহায়তায় দিনাজপুরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৩জনকে গ্রেফতার করা হয়।

 

তিনি আরও বলেন, গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের দেওয়া তথ্য ভিত্তিতে চুরি যাওয়া ১ ভরি ৬ আনা ১ রতি ওজনের স্বর্ণের ব্রেসলেট, ৮ আনা ৫ পয়েন্ট ওজনের চেইন, ৬ আনা ২ রতি ২ পয়েন্ট ওজনের চেইন ও চোরাই স্বর্ণ বিক্রির ১ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি চুরি কাজে ব্যবহত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।

 

গ্রেফতারকৃতরা স্বর্ণ চুরির সাথে জড়িত আন্ত:জেলা চোর চক্রের সদস্য। তাদেরকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫