|
প্রিন্টের সময়কালঃ ০১ মার্চ ২০২৫ ০৭:০৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ মার্চ ২০২৫ ১২:৩৯ অপরাহ্ণ

দক্ষিণ হালিশহরে জেলে সম্প্রদায়ের মাঝে‌ চসিক মেয়রের চাউল বিতরণ


দক্ষিণ হালিশহরে জেলে সম্প্রদায়ের মাঝে‌ চসিক মেয়রের চাউল বিতরণ


ডেস্ক নিউজ ( চট্টগ্রাম):-



নগরীর দক্ষিণ হালিশহর এলাকায় সরকার ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলে সম্প্রদায়ের মাঝে সাগরে মৎস্য আহরণ বন্ধ থাকায় পরিবারের সহায়তা স্বরুপ প্রতি পরিবার ৪০ কেজি করে প্রায় ৩০০ পরিবারের মধ্যে চসিক মেয়রের পক্ষে চাউল বিতরণ করা হয়েছে আজ শুক্রবার সকালে।

 

প্রতিবারের ন্যায় এবারও তিন দফায় জেলে সম্প্রদায়ের মধ্যে চাউল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন সাবেক কাউন্সিলর ও বিএনপি ইপিজেড থানা‌ কমিটির সাবেক সভাপতি সরফরাজ কাদের রাসেল।

২৮ ফেব্রুয়ারি, শুক্রবার সকালে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জাবেদ আনসারী,ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশরাফ উদ্দিন,সাঃ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, বিএনপি নেতা মোঃ নওশাদ হোসেন।

যুবদলের মোঃ সোহেল, ছাত্রদলের আকিব জাভেদ, কৃষক দলের মোঃ শাহেদ আলী সহ জেলা মৎস্য অধিদপ্তর কর্মকর্তা ও চসিকের ওয়ার্ড সচিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

 

বিতরণ করা কালে সাবেক কাউন্সিলর রাসেল বলেন, বিএনপি বিগত বছরের ন্যায় সরকার গঠন করতে পারলে সব শ্রেণীর মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে দেশের আত্ম-সামাজিক উন্নয়ন ও সমৃদ্ধির নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

 সবাই ঐক্যবদ্ধ হয়ে বিএনপির কর্মসূচি কে সহযোগিতা দিয়ে এগিয়ে নিতে অনুরোধ জানান।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫