|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০২:১০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ আগu ২০২৩ ১২:০৩ অপরাহ্ণ

১ কোটি ২৬ লাখ চিংড়ির রেণু জব্দ করে পদ্মা নদীতে অবমুক্ত


১ কোটি ২৬ লাখ চিংড়ির রেণু জব্দ করে পদ্মা নদীতে অবমুক্ত


মুন্সীগঞ্জের লৌহজংয়ে কোস্ট গার্ডের অভিযানে অবৈধভাবে আহরিত বিপুল পরিমাণ চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) পদ্মা সেতুর কাছে খানবাড়ির মোড়ে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৫টি ড্রামে এক কোটি ২৬ লাখ রেণু পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে রেণুগুলো পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতুর কাছে খানবাড়ি মোড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানে কক্সবাজার থেকে খুলনাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৫টি ড্রাম থেকে আনুমানিক এক কোটি ২৬ লাখ চিংড়ি রেণু জব্দ করা হয়। এ ছাড়াও রেণু পরিবহনের দায়ে ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। 

পরে অবৈধভাবে আহরিত রেণু পরিবহনের দায়ে ট্রাকচালককে তিন হাজার টাকা জরিমানা করেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার। এরপর জব্দকৃত চিংড়ির রেণুগুলো পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫