|
প্রিন্টের সময়কালঃ ২২ নভেম্বর ২০২৫ ০৪:৩৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ নভেম্বর ২০২৫ ০৮:৪৯ অপরাহ্ণ

অক্টোবর-২০২৫ মাসের জেলার শ্রেষ্ঠ থানা ও মাদক উদ্ধারকারী হিসেবে ব্রাহ্মণপাড়া থানার অর্জন


অক্টোবর-২০২৫ মাসের জেলার শ্রেষ্ঠ থানা ও মাদক উদ্ধারকারী হিসেবে ব্রাহ্মণপাড়া থানার অর্জন


নিউজ ডেস্ক-ঢাকা প্রেস

 

 

কুমিল্লা জেলা পুলিশের অক্টোবর-২০২৫ মাসের শ্রেষ্ঠ থানার সম্মান অর্জন করেছে ব্রাহ্মণপাড়া থানা। একই মাসে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে নির্বাচিত হয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম এবং এসআই মেহেদী হাসান জুয়েল

বৃহস্পতিবার (২০ নভেম্বর) জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত কুমিল্লা জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান শ্রেষ্ঠ (ওসি) হিসেবে মোহাম্মদ সাজেদুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

জানা যায়, অক্টোবর মাসে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার, মামলা নিষ্পত্তি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়েছে।

ওসি মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে জননিরাপত্তা রক্ষা, জনগণের আস্থা অর্জন এবং দায়িত্বশীল পুলিশি কার্যক্রমে আন্তরিকতা সহকর্মীদের মাঝেও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি সাজেদুল ইসলাম বলেন,
“ব্রাহ্মণপাড়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব ও কর্তব্য। জনগণের সেবায় আমি সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমার ও সহকর্মীদের দায়বদ্ধতা আরও বাড়াবে এবং কাজের প্রতি উৎসাহ জোগাবে। যোগদানের পর প্রথম মাসেই থানাটি জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় এবং আমাকে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে নির্বাচিত করায় আমি উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”


📌 ব্রাহ্মণপাড়া থানার এই সাফল্য জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫