|
প্রিন্টের সময়কালঃ ১৯ অক্টোবর ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ অক্টোবর ২০২৫ ০৬:৪০ অপরাহ্ণ

থালা-বাসন হাতে শিক্ষকদের ‘ভুখা মিছিল’ বন্ধ করে দিল পুলিশ


থালা-বাসন হাতে শিক্ষকদের ‘ভুখা মিছিল’ বন্ধ করে দিল পুলিশ


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা আজ রোববার বিকেলে রাজধানীতে থালা-বাসন হাতে নিয়ে “ভুখা মিছিল” আয়োজন করেন। বিকেল সোয়া তিনটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। এতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো শিক্ষক-কর্মচারী।
 

মিছিলটি শিক্ষা ভবন ও দোয়েল চত্বর অতিক্রম করে হাইকোর্ট মোড়ে পৌঁছালে পুলিশ তাদেরকে বাধা দেয়। এ সময় শিক্ষক-কর্মচারীরা স্লোগান দিতে থাকেন—
“হয়তো দাবি মেনে নে, নয়তো বুকে বুলেট দে”,
“পাঁচ শতাংশের প্রজ্ঞাপন, মানি না, মানব না”,
“প্রহসনের প্রজ্ঞাপন, মানি না, মানব না”,
“সি আর আবরার, আর নয় দরকার”— ইত্যাদি।

 

এর আগে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন,
“সরকার পাঁচ শতাংশ বাড়িভাড়া ভাতা দেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে— আমরা তা প্রত্যাখ্যান করছি। এটি আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয় হলেও চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত আমরা রাস্তায় থাকব।”

 

নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ১২টায় মিছিল শুরু হওয়ার কথা থাকলেও তা বিলম্বিত হয়। এ প্রসঙ্গে দেলোয়ার হোসেন জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাতের কারণে মিছিল দেরিতে শুরু হয়।
 

বৈঠক প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমরা আমাদের দাবি বিএনপি মহাসচিবের কাছে তুলে ধরেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন।”
 

এর আগে আজই অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশ (সর্বনিম্ন দুই হাজার টাকা) দেওয়ার বিষয়ে সম্মতি জানায়।
 

উল্লেখ্য, গত ১২ অক্টোবর প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশ ও শিক্ষকদের মধ্যে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। পরদিন ১৩ অক্টোবর থেকে সারাদেশে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন তারা।
 

সরকারের ঘোষিত ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রত্যাখ্যান করে শিক্ষকরা জানিয়েছেন— তাদের দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫