|
প্রিন্টের সময়কালঃ ২২ আগu ২০২৫ ১১:৪৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জুন ২০২৫ ০৪:৩৫ অপরাহ্ণ

প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরা, আদালতে পাঠানো হলো রিয়ামনিকে


প্রেমিকের সঙ্গে হাতেনাতে ধরা, আদালতে পাঠানো হলো রিয়ামনিকে


ঢাকা প্রেস-বিনোদন ডেস্ক:-

 

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও হিরো আলমের স্ত্রী রিয়ামনি এবং আরেক কনটেন্ট ক্রিয়েটর ও বার ডান্সার ম্যাক্স অভি রিয়াজকে আটকের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনাটি ঘটে গতকাল, যখন হিরো আলম নিজেই অভিযোগ করেন, রিয়ামনি ও অভিকে তিনি হাতেনাতে ধরেছেন। সেই সময় হিরো আলমকে মারধরের শিকার হতে হয়েছে বলেও তিনি দাবি করেন।
 

ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী রিয়ামনি ও অভিকে পুলিশের হাতে তুলে দেয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায় অভিকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলছে পুলিশ। কিছুক্ষণের মধ্যে রিয়ামনিকেও একই গাড়িতে নেওয়া হয়।
 

এ বিষয়ে হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন জানান, “হ্যাঁ, গতকাল তাদের উভয়কে থানায় আনা হয়েছিল। আজ তাদের আদালতে পাঠানো হয়েছে।”
 

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে হিরো আলমের বাবার মৃত্যুর সময় স্ত্রী রিয়ামনির বিরুদ্ধে অবহেলার অভিযোগ তোলেন তিনি। তখনই তিনি রিয়ামনিকে ডিভোর্স দেওয়ার ঘোষণা দেন। এরপরই সামনে আসে রিয়ামনি ও ম্যাক্স অভি রিয়াজের ঘনিষ্ঠতার বিষয়টি। অন্যদিকে, অভির স্ত্রী ইতিও অভিযোগ করেন, রিয়ামনির সঙ্গে অবৈধ সম্পর্কের কারণেই তাদের সংসার ভেঙে গেছে। এ বিষয়ে হিরো আলম ও ইতি একসঙ্গে সংবাদ সম্মেলনও করেন।
 

বর্তমানে হিরো আলম ও রিয়ামনির মধ্যে ডিভোর্সের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫