|
প্রিন্টের সময়কালঃ ০৮ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ ডিসেম্বর ২০২৫ ০৫:৫৬ অপরাহ্ণ

কুমিল্লায় ৬০-বিজিবির অভিযানে পৌনে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ


কুমিল্লায় ৬০-বিজিবির অভিযানে পৌনে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ


আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধি:

 

কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) গত এক সপ্তাহে প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান।
 

বিজিবি জানায়, ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত কুমিল্লা জেলার আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া, বুড়িচং এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা সীমান্ত এলাকাজুড়ে চিরুনি অভিযান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়।
 

অভিযানে ভারতীয় শাড়ি, কম্বল, শাল-চাদর, কসমেটিকস, ওষুধ, আতশবাজি, গরু, সিএনজি, পিকআপসহ বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী জব্দ করা হয়। জব্দ পণ্যের মধ্যে রয়েছে প্রায় ৯৩ লাখ টাকার ভারতীয় শাড়ি এবং প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার খাদ্য সামগ্রী। এ ছাড়া বিদেশি মদ, গাঁজা ও ইস্কাফ সিরাপসহ বিভিন্ন ধরনের মাদকও উদ্ধার করা হয়েছে।
 

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় অটল। অবৈধ চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এ তৎপরতা আরও জোরদার করা হবে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫