|
প্রিন্টের সময়কালঃ ২১ ডিসেম্বর ২০২৫ ০৭:৫২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ ডিসেম্বর ২০২৫ ০৫:৫০ অপরাহ্ণ

ওসমান হাদি হত্যাকাণ্ডকে ‘ভয়াবহ’ অভিহিত হিউম্যান রাইটস ওয়াচ


ওসমান হাদি হত্যাকাণ্ডকে ‘ভয়াবহ’ অভিহিত হিউম্যান রাইটস ওয়াচ


আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে এক অত্যন্ত ভয়াবহ ঘটনা হিসেবে অভিহিত করেছে। সংস্থাটি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে।
 

শুক্রবার (১৯ ডিসেম্বর) লন্ডন থেকে প্রকাশিত বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ প্রথম আলো ও দ্য ডেইলি স্টার দৈনিকের কার্যালয়ে হামলাকেও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আক্রমণ হিসেবে উল্লেখ করেছে।
 

সংস্থার এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেন, “ওসমান হাদির হত্যাকাণ্ড ভয়াবহ। আগস্টের পর থেকে ছড়িয়ে পড়া সহিংসতা রোধে বাংলাদেশ কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নিতে হবে। এছাড়া আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।”
 

তিনি আরও বলেন, “প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর ভয়ংকর আঘাত। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে কিছু রাজনৈতিক পক্ষের উসকানিমূলক কর্মকাণ্ড এমন পরিস্থিতি তৈরি করছে, যেখানে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক কর্মী, শিল্পী ও গায়ক-গায়িকারা ইচ্ছাকৃতভাবে ঝুঁকির মুখে পড়ছেন।”
 

বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের সরকারকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ফেরাতে তৎপর হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫