মেটংঘর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লার মুরাদনগর উপজেলার মেটংঘর ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ গোলাম কিবরিয়া সরকার। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট মোঃ এমরান হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোসাঃ কোহিনূর বেগম ও বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া।
সহকারী শিক্ষক মোঃ ফরিদ উদ্দিনের সঞ্চালনায় অভিভাবক সমাবেশ বক্তব্য রাখেন বা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, সহকারী প্রধান শিক্ষক শাহিন সরকার, সহকারী শিক্ষক রঞ্জিত কুমার দেবনাথ, মোঃ বাছির আহমেদ, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ জয়নাল আবেদীন, সাবেক সদস্য মোহাম্মদ আলী, মোঃ ছন্দু মিয়া, বিল্লাল হোসেন রাজু, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোঃ আবুল হোসেন, মেটংঘর গ্ৰামের মোঃ শাহজাহান (ঠিকাদার), অভিভাবকদের মধ্যে বীনা রানী দেবি, শ্যামল দেবনাথ, শাহনাজ আক্তার।
'শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত শক্তি, শিক্ষায় বয়ে আনে জাতির সমৃদ্ধি ও মুক্তি' এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠানে শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। সমাবেশে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অভিভাবক সমাবেশে সদ্য প্রয়াত বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিরিন আক্তারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫