|
প্রিন্টের সময়কালঃ ০৭ মে ২০২৫ ০৪:১২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ নভেম্বর ২০২৪ ০৭:৫৩ অপরাহ্ণ

নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন: নুরুল হক নুর


নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন: নুরুল হক নুর


ঢাকা প্রেস, নোয়াখালী প্রতিনিধি:-

 

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর শনিবার (২ নভেম্বর) নোয়াখালীর সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত তারুণ্যের গণসমাবেশে বক্তৃতা করেছেন। তিনি বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা সবার জন্য সমান অধিকার ও সুযোগ সম্পন্ন একটি বাংলাদেশ গড়তে চাই।
 

নুরুল হক নুর আরও বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে রক্তক্ষয়ী ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন রাষ্ট্র পেলেও, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি এখনো অর্জিত হয়নি। এরশাদের সামরিক শাসনের পতনের পরে গণতন্ত্রের সূচনা হলেও, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হয়নি।
 

তিনি বলেন, "আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করি না। আমরা সকলকে নিয়ে একটা গণতান্ত্রিক, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক নতুন সমাজ এবং রাষ্ট্র গড়ে তুলতে চাই। যেখানে মারামারি-হানাহানি থাকবে না, শুধুমাত্র সহনশীলতা ও সম্প্রীতির রাজনীতি থাকবে। রাজনীতির মাধ্যমে জনপথ হবে শান্তির জনপথ।"
 

এ সময় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সাল আহমেদ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫