|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ১১:২৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০২:৩১ অপরাহ্ণ

ইলন মাস্কের সঙ্গে মোদির ফোনালাপ, প্রযুক্তি খাতে সহযোগিতার সম্ভাবনা


ইলন মাস্কের সঙ্গে মোদির ফোনালাপ, প্রযুক্তি খাতে সহযোগিতার সম্ভাবনা


অনলাইন ডেস্যক:-

 

বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ও টেসলা-স্পেসএক্সের সিইও ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে প্রযুক্তি ও উদ্ভাবনের খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানিয়েছে বিবিসি।
 

স্থানীয় সময় শুক্রবার (১৮ এপ্রিল) এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে মোদি জানান, "আমরা প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে সহযোগিতার বিশাল সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। ভারত এই খাতগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।"
 

এই সংলাপ এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন ভারত ও যুক্তরাষ্ট্র একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার চেষ্টা করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ মূলত ট্রাম্প প্রশাসনের সময় ঘোষিত সম্ভাব্য নতুন শুল্কনীতির প্রভাব কাটিয়ে ওঠার অংশ।
 

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের আসন্ন ভারত সফরের প্রাক্কালে ইলন মাস্কের সঙ্গে মোদির এই ফোনালাপকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে, এই আলোচনার ফলে দুই দেশের মধ্যে প্রযুক্তি, স্যাটেলাইট-ভিত্তিক ইন্টারনেট, বৈদ্যুতিক যানবাহন এবং নবায়নযোগ্য জ্বালানির মতো খাতে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।
 

প্রসঙ্গত, গত মার্চ মাসে ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক ভারতের দুটি বৃহত্তম টেলিকম কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। বর্তমানে প্রতিষ্ঠানটি স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালুর জন্য সরকারের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
 

বিশেষজ্ঞদের মতে, স্টারলিংক ভারতে কার্যক্রম শুরু করলে দেশের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট সংযোগ সহজ হবে, যা ডিজিটাল বৈষম্য কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫