|
প্রিন্টের সময়কালঃ ৩০ এপ্রিল ২০২৫ ০৪:০৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জানুয়ারি ২০২৫ ০১:২৬ অপরাহ্ণ

সুন্দর ও বাসযোগ্য শহর গড়ার লক্ষ্যে হলুদ এবং সবুজ প্লেটভুক্ত ব্যাটারিচালিত অটোবাইক মিশুক চলাচলের উদ্বোধন


সুন্দর ও বাসযোগ্য শহর গড়ার লক্ষ্যে হলুদ এবং সবুজ প্লেটভুক্ত ব্যাটারিচালিত অটোবাইক মিশুক চলাচলের উদ্বোধন


ঢাকা প্রেস

সিরাজুল ইসলাম রতব,গাইবান্ধা প্রতিনিধি:-

 

সুন্দর ও বাসযোগ্য শহর গড়ার লক্ষ্যে যানজট নিরসনে পৌরপার্কের বিজয়স্তম্ভ চত্বরে পৌরসভার আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বুধবার সকালে হলুদ ও সবুজ প্লেটভুক্ত ব্যাটারিচালিত (অটোবাইক/ মিশুক) যানবাহন চলাচলের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ। 

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পৌর প্রশাসক মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার নিশাদ এ্যঞ্জেলা, জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম, পৌর বিএনপির আহবায়ক শহীদুজ্জামান শহীদ, জামায়াতের পৌর আমীর অধ্যাপক একেএম ফেরদৌস আলম, চেম্বারের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা, ট্রাক শ্রমিক ইউনিয়নের আব্দুল করিম, অটোবাইক চালক নেতা রবিউল ইসলাম, আমজাদ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন বছরের প্রথমদিন থেকে সবুজ ও হলুদ রেজিষ্ট্রিকৃত ব্যাটারিচালিত যানবাহন জোড়-বিজোড় তারিখ অনুযায়ী অর্থাৎ ইংরেজী মাসের জোড় ও বিজোড় তারিখে হলুদ প্লেটভুক্ত অটোবাইক/মিশুক এবং বিজোড় তারিখে সবুজ প্লেটভুক্ত অটোবাইক/মিশুক চলাচল করবে। এ নিয়মের ব্যতিক্রম করে হলুদ ও সবুজ প্লেটযুক্ত যানবাহন একই দিনে চলাচল করতে পারবে না। এছাড়া লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত কোনো যানবাহন পৌর এলাকায় প্রবেশ এবং চলাচল করতে পারবে না। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই সুন্দর ও বাসযোগ্য শহর গড়তে জেলার শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, চালকসহ সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫