|
প্রিন্টের সময়কালঃ ০৯ এপ্রিল ২০২৫ ০১:৪২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ জুন ২০২৪ ০৩:৪৭ অপরাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে রাতে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ


টি-টোয়েন্টি বিশ্বকাপে রাতে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ


দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ। ২০১০ সালে দেশটি এককভাবে আয়োজন করেছিল বৈশ্বিক এই টুর্নামেন্ট। এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সহ-আয়োজক হিসেবে রয়েছে ক্যারিবিয়ানরা। সকালে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র। আর রাতে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। 

 

আজ এই দুই আয়োজক দেশের খেলার মধ্য দিয়ে নবম আসরের পর্দা উঠল। যুক্তরাষ্ট্রের ডালাসে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র-কানাডা। আর রাত সাড়ে ৮টায় গায়ানায় পাপুয়া নিউগিনির মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২৯ জুন পর্যন্ত চলবে এই আসর।

 

মোট ৫৫টি ম্যাচ হবে দুই দেশে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মাটিতে হবে ১৬টি ম্যাচ, ওয়েস্ট ইন্ডিজে ৩৯টি। মার্কিন মুল্লুকের তিনটি স্টেডিয়ামে ম্যাচগুলো হবে। উইন্ডিজের রয়েছে ছয়টি স্টেডিয়াম। সেমিফাইনালসহ ফাইনাল ম্যাচ গড়াবে ওয়েস্ট ইন্ডিজে। এবারই প্রথম ২০টি দেশ বৈশ্বিক এই আসরে অংশ নিচ্ছে।

 

পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় দিয়ে এবারের আসর শুরু করতে চায় স্বাগতিকরা। কিন্তু সেখানে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে বেরসিক বৃষ্টি। যদিও সেটি দিনের প্রথম দিকে নামার সম্ভাবনা রয়েছে। তাতে ম্যাচ ভেসে যাওয়ার শঙ্কা কম। মাঠটিতে স্পিনাররা কিছুটা বাড়তি সুবিধা পেতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫