|
প্রিন্টের সময়কালঃ ১৫ জুলাই ২০২৫ ০১:০৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ জুলাই ২০২৫ ০২:২৯ অপরাহ্ণ

সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কিছুটা কমতে পারে


সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কিছুটা কমতে পারে


ঢাকা, ১৪ জুলাই ২০২৫ (ঢাকা প্রেস) : দেশের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।
 

সোমবার (১৪ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।
 

এদিকে, নীলফামারী জেলায় বর্তমানে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা, রাজশাহী ও সিলেট বিভাগ এবং রংপুর বিভাগের কিছু অংশে মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে, যা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
 

আবহাওয়া অধিদফতর আরও জানায়, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে লঘুচাপের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত এবং এর একটি শাখা আসাম পর্যন্ত প্রসারিত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে।
 

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে, ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে টাঙ্গাইলে, ২৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বরিশালের খেপুপাড়ায়, যেখানে ৯৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
 

আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
 

ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১৯ মিনিটে।

সূত্র: বাসস।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫