|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৬:৩২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ নভেম্বর ২০২৪ ০২:৫৪ অপরাহ্ণ

**লক্ষ্মীপুরে ২১ দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন**


**লক্ষ্মীপুরে ২১ দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন**


ঢাকা প্রেস,লক্ষ্মীপুর প্রতিনিধি:-

 

বিএম ডিসি অ্যাক্ট ২০১০ বাতিলসহ ২১ দফা বাস্তবায়নের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে ডিপ্লোমা চিকিৎসকরা।
 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ডিপ্লোমা চিকিৎসকদের বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ কর্মসূচি আয়োজন করেছে *উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, বেকার ডিপ্লোমা চিকিৎসক ও সাধারণ ম্যাটস শিক্ষার্থীদের ঐক্য পরিষদ (এসডিএমএস)*। 
 

মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক শেখ মজিবুর রহমান, সদস্য সচিব এহতেশামুল গণি ফাহাদ, সদর উপজেলা কমিটির আহ্বায়ক মাকসুদুর রহমান ভূঁইয়া, সদস্য সচিব হরিপদ মজুমদার টুটুল, মুহাম্মদ ইকবাল হোসাইন, জাকির রহমান রাসেল ও কামালুর রহিম সমর। 
 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২০১০ সালে বিএম ডিসি অ্যাক্ট চালু হওয়ার পর ডিপ্লোমা চিকিৎসকদের নামের আগে ‘ডাক্তার’ পদবি বাতিল করা হয়, যা তারা চান না। তারা দাবি করেন, *দেশের ৮৫ শতাংশ প্রান্তিক জনগণকে চিকিৎসা সেবা প্রদানকারী এই চিকিৎসকদের* ‘ডাক্তার’ পদবি ব্যবহারের অধিকার ফিরিয়ে দিতে হবে। বক্তারা আরো বলেন, এই আইনটি *স্বৈরশাসকের কালো আইন* হিসেবে তারা চিহ্নিত করেছেন, যা বাতিল হওয়া উচিত। 
 

তারা আরও দাবি করেন, ভ্রাম্যমাণ আদালতের নামে তাদের হয়রানি বন্ধ করতে হবে এবং *অধিদপ্তরের বিভাগীয় কমিটিতে* ডিপ্লোমা চিকিৎসকদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে।
 

এই কর্মসূচিতে লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকার ডিপ্লোমা চিকিৎসক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট অন্যান্য পেশাজীবীরা অংশগ্রহণ করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫