|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ মার্চ ২০২৫ ০১:২৯ অপরাহ্ণ

মানিকছড়িতে চাঁদাবাজির অভিযোগে তিনজন আটক


মানিকছড়িতে চাঁদাবাজির অভিযোগে তিনজন আটক


মানিকছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা:-

 

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকায় চাঁদাবাজির অভিযোগে সেনাবাহিনী তিনজনকে আটক করেছে। সোমবার সন্ধ্যায় গুইমারার জালিয়াপাড়া-মহালছড়ি সড়কের সিন্দুকছড়ি জিরো পয়েন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
 

আটক ব্যক্তিরা হলেন—গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকার আব্দুল করিমের ছেলে মো. রাব্বি হোসেন, সাদ্দাত আলীর ছেলে মো. রাসেল মিয়া এবং আব্দুল কালামের ছেলে মোহাম্মদ রিপন হোসেন।
 

গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্দুকছড়ি জোনের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় চাঁদা আদায়ের রশিদ ও নগদ অর্থ তাদের কাছ থেকে উদ্ধার করা হয়। পরে আটককৃতদের গুইমারা থানায় হস্তান্তর করা হয়।
 

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক ব্যক্তিদের সেনাবাহিনী থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫