|
প্রিন্টের সময়কালঃ ১২ এপ্রিল ২০২৫ ০৭:৪৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ আগu ২০২৪ ০৬:৫৯ অপরাহ্ণ

টাঙ্গাইলে বন্যার্তদের সহায়তায় চ্যারিটি কনসার্টের আয়োজন


টাঙ্গাইলে বন্যার্তদের সহায়তায় চ্যারিটি কনসার্টের আয়োজন


ঢাকা প্রেস
টাঙ্গাইল প্রতিনিধি:-


টাঙ্গাইলে বন্যার্তদের সহায়তায় চ্যারিটি কনসার্ট

বন্যাকবলিত দেশবাসীর পাশে দাঁড়াতে টাঙ্গাইলে এক অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি সাদত কলেজের আয়োজনে ‘কনসার্ট ফর ফ্লাড ভিকটিমস’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এই কনসার্টটি অনুষ্ঠিত হয়।
 

সুরের মাধ্যমে মানবতার সেবা

বিনা পারিশ্রমিকে স্বনামধন্য কয়েকটি ব্যান্ড দল এই কনসার্টে অংশগ্রহণ করে। কলেজ কর্তৃপক্ষের মতে, দেশের চলমান দুর্যোগ পরিস্থিতিতে সকলের একাত্মতা প্রকাশ করা জরুরি। গানের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।
 

সর্বস্তরের মানুষের সমর্থন

এই কনসার্টে সরকারি সাদত কলেজের অধ্যক্ষ সুব্রত নন্দীসহ টাঙ্গাইলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা সবাই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
 

কেন্দ্রীয় শহীদ মিনারে সুরের সমাহার

শহীদ মিনারের মনোরম পরিবেশে এই কনসার্টটি অনুষ্ঠিত হওয়ায় আরো এক অনন্য মাত্রা যোগ হয়। সুরের তালে তালে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহের এই উদ্যোগ সবার মনে স্পর্শ করেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫