আখতারের ওপর ডিম নিক্ষেপকে অনাকাঙ্ক্ষিত বললেন প্রেস সচিব

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, “বিমানবন্দরের এই ডিম নিক্ষেপের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। বিষয়টি আমাদের কনস্যুলেট ও পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।”
তিনি আরও জানান, সেদিন প্রধান উপদেষ্টা জাতিসংঘে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি বৈঠকে সোশ্যাল বিজনেস নিয়ে বক্তব্য রাখেন। পরে আরেকটি অনুষ্ঠানে যোগ দেন এবং সেখানে তাকে এসডিজি অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই পুরস্কার তিনি ছাড়াও আরও দুইজনকে দেওয়া হয়েছে।
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সম্পর্কেও তথ্য দেন প্রেস সচিব। তিনি বলেন, “বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, দেশ নির্বাচনের জন্য প্রস্তুত এবং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রও এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে।”
এছাড়া সার্ক পুনরুজ্জীবন, নেপাল ও ভুটানের সঙ্গে সম্পর্ক জোরদার, আসিয়ান মেম্বারশিপ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির বিষয়েও আলোচনা হয় বলে জানান শফিকুল আলম। তিনি যোগ করেন, সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তি এবং আলোচনার বিষয়গুলো তিনি সরাসরি ট্রাম্পের কাছে তুলে ধরবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫