বিমানবন্দরে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গ্রেফতার
ঢাকা প্রেস নিউজ
প্রায় ২৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার রাতে বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। পরে বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
দুদক গত ৪ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার এজাহার অনুযায়ী, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি নিজের নামে মোট ৭২ কোটি ৮৫ লাখ ৩ হাজার ৫২৮ টাকার সম্পদ অর্জন করেছেন। এর বিপরীতে তার গ্রহণযোগ্য আয় ছিল ৫৩ কোটি ৫৩ লাখ ৩৭ হাজার ৬৭ টাকা, যা থেকে তার আয় বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় ২৭ কোটি ৮৬ লাখ ২০ হাজার ৯০৮ টাকা।
এছাড়া, তার বিরুদ্ধে ২০২৩ সাল থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ভুয়া এলসি খুলে বিদেশে টাকা পাচারের অভিযোগও রয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫