বদলে গেল ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের নাম

ঢাকা প্রেস
ফরিদপুর প্রতিনিধি:-
ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নাম পরিবর্তন করে পূর্বের নামে ফিরিয়ে নেওয়া হয়েছে। বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
হাসপাতালের নামফলক থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’ লেখা অংশটি সরিয়ে ফেলা হয়েছে এবং পরিবর্তে ‘ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল’ লেখা নতুন সাইনবোর্ড লাগানো হয়েছে। নতুন সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে যে, এই পরিবর্তন হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীর উদ্যোগে করা হয়েছে।
এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক দীপক কুমার জানান, তিনিও এই ঘটনায় অবাক হয়েছেন। তিনি বলেন, “যদিও সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে যে, এই পরিবর্তন আমাদের সকল কর্মকর্তা-কর্মচারীর উদ্যোগে করা হয়েছে, তবে আমি এ বিষয়ে নিশ্চিত নই। আমার জানা মতে, এটি বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনকারী ও স্থানীয় জনতার উদ্যোগে করা হতে পারে।”
তিনি আরও বলেন, “আমরা চাকরি করি বলে চাইলেই তো নাম পরিবর্তন করতে পারি না। এটি পরিবর্তন করার ক্ষমতা সরকারের। সরকার চাইলে এটি পরিবর্তন করবে। আমরা আমাদের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে সক্ষম হব।”
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫