ইডেন কলেজের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঢাকা প্রেস নিউজ
রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ইডেন মহিলা কলেজের ছাত্রী পুষ্পিতা বিশ্বাস (২১)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে এ ঘটনাটি ঘটে। পুষ্পিতা বিশ্বাস জামালপুর জেলার সদর উপজেলার বসাকপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা রঞ্জিত বিশ্বাস, এবং তিনি দুই বোনের মধ্যে বড়।
পুষ্পিতার প্রতিবেশী জগদীশ জানান, পুষ্পিতা ইডেন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে পুষ্পিতাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুষ্পিতা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয় এবং ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, প্রাথমিক ধারণায় পুষ্পিতা গলায় ফাঁস দিয়েছে, তবে বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫