|
প্রিন্টের সময়কালঃ ০৪ মার্চ ২০২৫ ০৮:০২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ মার্চ ২০২৫ ০১:৫৬ অপরাহ্ণ

নামাজ পড়ি, রোজা রাখি—যতই কাজ থাকুক: মিশা সওদাগর


নামাজ পড়ি, রোজা রাখি—যতই কাজ থাকুক: মিশা সওদাগর


বিনোদন প্রতিবেদক:-

 

ঢাকাই সিনেমার খলনায়ক মিশা সওদাগর, যিনি পর্দায় খল চরিত্রে নিজের দাপটের জন্য পরিচিত, বাস্তব জীবনে একেবারে ভিন্ন মানুষ। তিনি নিয়মিত ধর্মীয় আচার পালন করেন এবং তার জীবনধারা এটির প্রমাণ।
 

মিশা সওদাগর জানিয়েছেন, তিনি প্রতিদিন নিয়মিত নামাজ পড়েন এবং রমজান মাসে সিয়াম সাধনা করেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি রমজান নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
 

তিনি বলেন, "আমরা অনেক ভাগ্যবান। আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখলে ৩০টি রোজা রাখতে পারব। আল্লাহ যেভাবে আমাদের সৃষ্টি করেছেন, আমাদের উদ্দেশ্যও একে অপরের সাথে সম্মানের সাথে রোজা পালন করা। আমি নিজেও সিয়াম সাধনার মাধ্যমে রোজা পালন করি। ঢাকাইয়া মানুষ হিসেবে ছোটবেলা থেকে রোজার সিস্টেমে অভ্যস্ত।"
 

কাজের ব্যস্ততার মধ্যেও রোজা এবং নামাজ নিয়মিত রাখার বিষয়ে তিনি বলেন, "যতই কাজ থাকুক, রোজা রাখব, নামাজ পড়ব। যারা সম্ভব, তারা তারাবি পড়বেন। আমি নিজে তারাবি পড়ব, যদিও শুটিং থাকলে পুরো তারাবি খতম করা সম্ভব হয় না। তখন সুরা তারাবির উপরেই রোজা পালন করি।"
 

এবারের ঈদ তিনি বিদেশে কাটাবেন বলে জানিয়েছেন মিশা। তিনি বলেন, "আমার ছেলেরা বিদেশে থাকে, তারা এবার দেশে আসতে পারছে না। তাই ঈদের আগে সব কাজ শেষ করে তাদের কাছে চলে যাবো এবং সেখানেই ঈদ পালন করবো।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫