|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ১০:৫৩ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ জুন ২০২৪ ০৪:১৫ অপরাহ্ণ

পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়ায় বিস্ফোরক হামলায় ৭ সৈন্য নিহত


পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়ায় বিস্ফোরক হামলায় ৭ সৈন্য নিহত


ঢাকা প্রেস
অনলাইন ডেস্ক:-


পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের লাকি মারওয়াত জেলায় এক ভয়াবহ বিস্ফোরক হামলায় সেনাবাহিনীর সাতজন সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ছিলেন ক্যাপ্টেন মুহাম্মদ ফারাজ ইলিয়াস

 

সেনা সদস্যদের বহনকারী একটি গাড়ি সুলতানখেল গ্রামের কাছে আইইডি বিস্ফোরণে আঘাত হানে। বিস্ফোরণে ক্যাপ্টেন ফারাজ ইলিয়াস সহ আরও ছয়জন সেনা সদস্য নিহত হন। নিহত অন্যান্য সেনাদের মধ্যে রয়েছেন সুবেদার মেজর মুহাম্মদ নাজির, ল্যান্স নায়েক মুহাম্মদ আনোয়ার, ল্যান্স নায়েক হুসেন আলী, সিপাহী আসাদুল্লাহ, সিপাহী মনজুর হুসেন এবং সিপাহী রশিদ মেহমুদ। আইএসপিআর জানিয়েছে যে খাইবার-পাখতুনখাওয়া জুড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে এবং এই হামলার দায়ীদের বিচার করা হবে।

 

খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্ডি এবং মুখ্যমন্ত্রী আলি আমিন খান গান্ডাপুর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

পৃথক এক ঘটনায়, বাজাউর জেলার পুলিশ তাদের একটি চেকপোস্টে সন্ত্রাসীদের আক্রমণ প্রতিহত করেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫