|
প্রিন্টের সময়কালঃ ২৫ জানুয়ারি ২০২৬ ০৯:১৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ জানুয়ারি ২০২৬ ০৬:৫৪ অপরাহ্ণ

নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার দায় আওয়ামী লীগের ওপর বর্তাবে: অন্তর্বর্তী সরকার


নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার দায় আওয়ামী লীগের ওপর বর্তাবে: অন্তর্বর্তী সরকার


আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সহিংসতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটলে তার সম্পূর্ণ দায় আওয়ামী লীগের ওপর বর্তাবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
 

রোববার (২৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে নয়াদিল্লিতে এক প্রকাশ্য অনুষ্ঠানে শেখ হাসিনার বক্তব্য নির্বাচন বানচালের উদ্দেশ্যে সহিংসতা ও সন্ত্রাসে উসকানির শামিল—যা নিয়ে ঢাকা গভীর উদ্বেগ প্রকাশ করছে।
 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনাকে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সেখানে তিনি বাংলাদেশের সরকার উৎখাতের আহ্বান জানান এবং আসন্ন জাতীয় নির্বাচন ভণ্ডুল করতে দলীয় সমর্থক ও সাধারণ জনগণকে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে উসকানি দেন বলে অভিযোগ করা হয়।
 

এতে আরও বলা হয়, দ্বিপাক্ষিক বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে বারবার অনুরোধ জানানো হলেও ভারত এখনো এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং ভারতীয় ভূখণ্ড থেকে এ ধরনের উসকানিমূলক বক্তব্যের সুযোগ দেওয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, শান্তি ও নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে মনে করছে সরকার।
 

বাংলাদেশ সরকারের মতে, ভারতের রাজধানীতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের অনুমতি এবং একজন দণ্ডিত ব্যক্তিকে প্রকাশ্যে ‘বিদ্বেষমূলক বক্তব্য’ দেওয়ার সুযোগ দেওয়া আন্তঃরাষ্ট্র সম্পর্কের প্রচলিত নীতিমালা—সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সুপ্রতিবেশীসুলভ আচরণের পরিপন্থি। এতে বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নেতিবাচক বার্তা যাচ্ছে বলেও সতর্ক করা হয়।
 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আওয়ামী লীগের নেতৃত্বের সাম্প্রতিক বক্তব্যই প্রমাণ করে কেন অন্তর্বর্তী সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করা হবে এবং এসব ‘চক্রান্ত’ নস্যাৎ করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় সরকার।
 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর এই প্রথম গত ২৩ জানুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নেন শেখ হাসিনা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬