খুলনায় বিশাল অজগর উদ্ধার: সুন্দরবনে ফিরল প্রকৃতির এই সৈনিক

ঢাকা প্রেস,বিশেষ প্রতিনিধি (খুলনা):-
খুলনা, ৬ নভেম্বর: খুলনার কয়রা উপজেলায় বুধবার সকালে একটি বিশাল অজগর সাপ উদ্ধারের ঘটনা স্থানীয়দের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। প্রায় ৭ ফুট লম্বা ও ১১ কেজি ওজনের এই সাপটিকে উপজেলার কয়রা গ্রামের শ্মশান মন্দিরের মাঠ থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন যুবক শ্মশান মন্দিরের কাছে একটি ঘেরা দেওয়া জালে এই বিশাল সাপটিকে দেখতে পায়। পরে তারা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বন বিভাগ ও সিপিজিকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বন বিভাগের কর্মকর্তা ও সিপিজি সদস্যরা সাবধানতার সাথে সাপটিকে উদ্ধার করেন।
পরবর্তীতে উদ্ধার করা অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়। শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা শফিকুল ইসলাম সাহিদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সুন্দরবন হচ্ছে অজগর সাপের প্রাকৃতিক বাসস্থান। তাই উদ্ধারের পর সাপটিকে তার আগের বাসস্থানেই ফিরিয়ে দেওয়া হয়েছে।
বিশেষ দ্রষ্টব্য: অজগর সাপ হলেও এটি মানুষের জন্য খুব কমই আক্রমণাত্মক। তবে প্রকৃতির এই সৈনিককে সুরক্ষিত রাখা আমাদের সকলের দায়িত্ব।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫