টুঙ্গিপাড়া থেকে কুমিল্লায় নৌকা নিয়ে এলো স্বেচ্ছাসেবক দল

ঢাকা প্রেস
কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লার বন্যা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। নৌকা ছাড়া ত্রাণ কাজ করা কঠিন হয়ে পড়ছে। এই সমস্যা মোকাবেলায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে ১৫টি নৌকা নিয়ে কুমিল্লায় এসেছে স্বেচ্ছাসেবক দল।
রোববার, বুড়িচং উপজেলার ষোলানল ইউনিয়নে দলটির সভাপতি এ কে এম জিলানীকে দেখা গেছে। তিনি জানান, খাবার পৌঁছাতে নৌকার অভাব হচ্ছিল। তাই টুঙ্গিপাড়া থেকে নৌকা আনা হয়েছে। কুমিল্লা ছাড়াও চট্টগ্রাম, নোয়াখালীসহ দেশের বিভিন্ন জায়গায় তাদের দল কাজ করছে।
জিলানী আরও বলেন, কুমিল্লার অবস্থা খুবই খারাপ। এখানে নৌকা ছাড়া কাজ করা যাচ্ছে না। তাদের কাছে পর্যাপ্ত খাবার আছে। এখন শুধু সেগুলো বন্যার্তদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সঠিক ব্যবস্থা নিতে হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫