পদ্মা সেতুর সর্বমোট টোল আদায়

প্রকাশকালঃ ১৪ জানুয়ারি ২০২৪ ১২:৪৯ অপরাহ্ণ ১৬৯ বার পঠিত
পদ্মা সেতুর সর্বমোট টোল আদায়

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ২০২৪ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত পদ্মা সেতু থেকে সর্বমোট ৭৯৮ কোটি ২৩ লাখ ৯৬ হাজার টাকা টোল আদায় হয়েছে। এ সময় ৫৬ লাখ ৭৫ হাজার যানবাহন পদ্মা সেতু পারাপার হয়েছে। দৈনিক গড়ে ১৫ হাজার যানবাহন এ সেতু দিয়ে চলছে।

পদ্মা সেতুর টোলহার নির্ধারণ করা হয়েছে নিম্নরূপ:

যানবাহন শ্রেণী

টোলহার (টাকা)

মোটরসাইকেল

১০০

কার, জীপ

৭৫০

পিকআপ

১২০০

মাইক্রোবাস

১৩০০

ছোট বাস (৩১ আসন বা তার কম)

১৪০০

বড় বাস (৩২-৩৬ আসন)

২২০০

মিনিবাস (৩৭-৪৪ আসন)

২৬০০

মাঝারি বাস (৪৫-৬৭ আসন)

৩২০০

বড় বাস (৬৮-৮০ আসন)

৪৮০০

ট্রাক (৫ টন পর্যন্ত)

৫৫০০

ট্রাক (৫-৮ টন)

৬০০০

ট্রাক (৮-১১ টন)

৭৫০০

ট্রাক (১১-১৪ টন)

১০০০০

ট্রাক (১৪-১৬ টন)

১২৫০০

ট্রাক (১৬-২০ টন)

১৫০০০

ট্রাক (২০-২৬ টন)

১৭৫০০

ট্রাক (২৬-৩০ টন)

২০০০০

ট্রাক (৩০-৩৫ টন)

২৫০০০

ট্রাক (৩৫-৪০ টন)

৩০০০০

ট্রাক (৪০-৪৫ টন)

৩৫০০০

ট্রাক (৪৫-৫০ টন)

৪০০০০

ট্রাক (৫০-৫৫ টন)

৪৫০০০

ট্রাক (৫৫-৬০ টন)

৫০০০০

ট্রাক (৬০ টন বা তার বেশি)

৫৫০০০ + (প্রতি টন অতিরিক্ত ওজনের জন্য ১৫০০ টাকা)

পদ্মা সেতুর টোল আয় থেকে সেতুর নির্মাণ ব্যয় ও রক্ষণাবেক্ষণ ব্যয় নির্বাহ করা হবে। এছাড়াও, টোল আয় থেকে সরকারের রাজস্ব আয় হবে।