গোমতীতে হঠাৎ পানি বৃদ্ধি, বিপদসীমার কাছাকাছি প্রবাহ

কুমিল্লা, ৯ জুলাই ২০২৫ (ঢাকা প্রেস): টানা বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরা পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা ঢলের ফলে কুমিল্লার গোমতী নদীর পানি দ্রুত বাড়ছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় চাঁনপুর ব্রিজ পয়েন্টে নদীর পানি রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩০ মিটার, যা বিপদসীমার মাত্র ৩ মিটার নিচে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কুমিল্লা অফিস জানায়, গোমতীর বিপদসীমা নির্ধারিত রয়েছে ১১ দশমিক ৩০ মিটার। পরিস্থিতি বিবেচনায় নদীর পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় নদীর পানি উল্লেখযোগ্য হারে বেড়েছে। উজান থেকে ঢল এবং স্থানীয়ভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছাতে পারে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জেলা প্রশাসনকে নিয়মিত তথ্য জানানো হচ্ছে।
জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. ফরিদুল ইসলাম জানান, আজ সকাল ৬টায় নদীর পানি ছিল ৮ মিটার, যা সকাল ৯টায় বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৫ মিটার। পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকায় দেবিদ্বার, বুড়িচং, মুরাদনগর ও আদর্শ সদর উপজেলার নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
সূত্র: বাসস।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫