দোহায় ফায়ারসাইড চ্যাটে অধ্যাপক ইউনূসের অংশগ্রহণ

অনলাইন ডেস্ক:-
দোহায় আয়োজিত এক বিশেষ ফায়ারসাইড চ্যাটে অংশ নিয়েছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। "একটি রূপান্তরিত বিশ্বে যুব নেতৃত্বকে শক্তিশালীকরণ : প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথোপকথন" শীর্ষক এই অনুষ্ঠানে তিনি তার দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা শেয়ার করেন।
স্থানীয় সময় বুধবার, দোহার সামিট ভিলেজে অনুষ্ঠিত এ আলোচনায় সভাপতিত্ব করেন মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্স এবং জর্জটাউন ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রী হানা এলশেহাবি।
অধ্যাপক ইউনূসের উপদপ্তরের উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫