|
প্রিন্টের সময়কালঃ ২০ এপ্রিল ২০২৫ ০৮:২৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ নভেম্বর ২০২৪ ০২:০০ অপরাহ্ণ

ইসকন নিষিদ্ধ প্রসঙ্গে রিজওয়ানা হাসানের বক্তব্য


ইসকন নিষিদ্ধ প্রসঙ্গে রিজওয়ানা হাসানের বক্তব্য


ঢাকা প্রেস নিউজ

 

বিভিন্ন মহল থেকে ইসকন নিষিদ্ধের দাবি উঠলেও এ বিষয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
 

রিজওয়ানা হাসান বলেন, "কোনো সংস্থা বা সংগঠন নিষিদ্ধ করার ব্যাপারে কোনো আলোচনা হয়নি। ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধকে গুলিয়ে ফেলা উচিত নয়।"
 

তিনি আরও বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। আদালতই নির্ধারণ করবেন, তিনি অভিযুক্ত হবেন কিনা।
 

পরিবেশ উপদেষ্টা উল্লেখ করেন, "সবকিছু আলোচনা ও শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা সম্ভব। কোনো ইস্যুতে রাস্তায় নামার প্রয়োজন নেই।"
 

অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ আলম বলেন, "কোনো সংগঠনকে নিষিদ্ধ করার আগে অবশ্যই তদন্ত করা হবে। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় মামলা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আরও মামলা হবে।"
 

তিনি বলেন, "দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো একত্র হয়ে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা রোধে সফল হয়েছে। বিএনপি ও জামায়াতও ঐক্যের বিষয়ে একমত। দেশে চলমান উত্তেজনা প্রশমনে সব দলকে নিয়ে সম্মিলিতভাবে কাজ করা হবে।"
 

মাহফুজ আলম আরও বলেন, "জনগণকে ঐক্যবদ্ধ রাখার প্রক্রিয়া অব্যাহত থাকলে আর কখনোই ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫