|
প্রিন্টের সময়কালঃ ১৯ এপ্রিল ২০২৫ ০৬:৩৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ আগu ২০২৩ ০২:২৮ অপরাহ্ণ

গাইবান্ধায় ট্রাকচাপায় এক ট্রাফিক পুলিশ নিহত


গাইবান্ধায় ট্রাকচাপায় এক ট্রাফিক পুলিশ নিহত


গাইবান্ধায় ট্রাকচাপায় বিপ্লব প্রামাণিক (৫১) নামের এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে জেলার পুরাতন জেলখানা মোড়ে জিরোপয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব ইসলাম গাইবান্ধা ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জে।

জানা গেছে, বিপ্লব প্রামাণিক সকালে ডিউটি করতে মোটরসাইকেলে জিরোপয়েন্টে পৌঁছেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলছড়ির বালাসী ঘাট থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক তাকে ধাক্কা দেয়। তারপর ট্রাকটি সুন্দরগঞ্জ সড়ক ধরে দ্রুত পালিয়ে যায়। 

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। চালকসহ ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫