প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৪

প্রকাশকালঃ ১১ জুলাই ২০২৩ ১২:২২ অপরাহ্ণ ১৭৬ বার পঠিত
প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়ভিত্তিক মডেল টেস্ট ৪

রকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে তিন ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখন সময় প্রস্তুতির। পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রথম আলো বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে। নিয়মিত আয়োজনের চতুর্থ পর্বে বাংলা বিষয়ের ওপর মডেল টেস্ট তৈরি করেছেন গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালি, ঢাকার সহকারী শিক্ষক বিশ্বজিত সুর।

১. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চাকরিসূত্রে কোথায় ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে নীলকরদের অত্যাচার দমন করেছিলেন?
ক) যশোর
খ) বরিশাল
গ) টাঙ্গাইল
ঘ) খুলনা

২. ‘জড়িমা’ শব্দের অর্থ কী?
ক) জড়িয়ে থাকা
খ) চাকচিক্য
গ) আড়ষ্টতা
ঘ) জং ধরা

৩. কাজী নজরুল ইসলাম রচিত ‘আমার পথ’ প্রবন্ধ অনুসারে কে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না?
ক) অসাম্প্রদায়িক ব্যক্তি
খ) পরমতসহিষ্ণু ব্যক্তি
গ) যে নিজ ধর্ম মেনে চলে
ঘ) যে নিজ ধর্মের সত্যকে চিনিছে


৪. ‘সাপের বিষ যে বাঙালির বিষ নয়, তা আমি বুঝিয়াছিলাম’ উক্তিটির রচয়িতা কে?
ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

৫. ‘যিনি মৃত্যুকে জয় করেন’ তাঁকে কী বলা হয়?
ক) মৃত্যুজয়
খ) মর্ত্যজয়
গ) মৃত্যুঞ্জয়
ঘ) মৃত্যুজিৎ

৬. ‘নায়েব’ কোন ভাষার শব্দ?
ক) ফারসি
খ) ফরাসি
গ) আরবি
ঘ) তুর্কি


৭. ‘কুক্কুট’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক) কুকুর
খ) কোকিল
গ) কোয়েল
ঘ) মুরগি

৮. নিচের কোন বানানটি সঠিক?
ক) অসূর্যম্পশ্যা
খ) ঝঞ্ঝানীল
গ) অন্তপুর
ঘ) কূপমণ্ডুক

৯. ‘সকল শিক্ষকগণ আজ উপস্থিত’—বাক্যটি কোন দোষে দুষ্ট?
ক) গুরুচণ্ডালি দোষ
খ) বাহুল্য দোষ
গ) উপমার ভুল প্রয়োগ
ঘ) দুর্বোধ্যতা দোষ


১০. শ্রান্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) অবসন্ন
খ) বিশ্রাম
গ) ফুরফুরে
ঘ) ক্লান্ত

১১. ‘কাটিতে কাটিতে ধান এল বরষা’—এই বাক্যে অসমাপিকা ক্রিয়াটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) সূচনা
খ) সমাপ্তি
গ) সমকাল
ঘ) নিরন্তরতা


১২. উপচিকীর্ষা শব্দের বিপরীত শব্দ কী?
ক) অপচিকীর্ষা
খ) অনাচিকীর্ষা
গ) অধিচিকীর্ষা
ঘ) অনুচিকীর্ষা

১৩. কোনটি সার্থক বাক্যের গুণ নয়?
ক) আকাঙ্ক্ষা
খ) যোগ্যতা
গ) আসক্তি
ঘ) আসত্তি

১৪. নিচের কোনটি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ?
ক) কীটনাশক
খ) পঙ্গপাল
গ) তীর্থযাত্রা
ঘ) ডাকমাশুল


১৫. ‘অশ্বমেধ যজ্ঞ’ বাগধারাটির অর্থ কি?
ক) ঘোড়া নিধন
খ) ধ্বংস করা
গ) বিপুল আয়োজন
ঘ) হত্যাযজ্ঞ

১৬. নিচের কোনটি কৃৎ প্রত্যয়?
ক) পঙ্কিল
খ) মাঝি
গ) ডাকাত
ঘ) নীলিমা

১৭. কোনটি শুদ্ধ বাক্য?
ক) আমার কথাই প্রমাণিত হলো
খ) আমার কথাই প্রমাণ হলো
গ) আমার কথাই প্রমাণিত হলো
ঘ) আমার কথাই প্রমাণ্য হলো


১৮. ‘ছুঁয়ো না ছুঁয়ো না ওটি লজ্জাবতী লতা’—কোন শব্দটি পদাশ্রিত নির্দেশক?
ক) ওটি
খ) ছুঁয়ো না
গ) লজ্জাবতী
ঘ) লতা

১৯. লিঙ্গান্তর হয় না, এমন শব্দ কোনটি?
ক) সাহেব
খ) বেয়াই
গ) সঙ্গী
ঘ) কবিরাজ

২০. ‘যে ভিক্ষা চায়, তাকে দান কর’ এটি কোন ধরনের বাক্যের উদাহরণ?
ক) যৌগিক বাক্য
খ) খণ্ড বাক্য
গ) সরল বাক্য
ঘ) জটিল বাক্য

বিষয়ভিত্তিক মডেল টেস্ট-৪-এর উত্তর
১ (ঘ); ২ (গ); ৩ (ঘ); ৪ (খ); ৫ (গ); ৬ (ক); ৭ (ঘ); ৮ (ক); ৯ (খ); ১০ (গ); ১১ (ঘ); ১২ (ক); ১৩ (গ); ১৪ (ক); ১৫ (গ); ১৬ (গ); ১৭ (ক); ১৮ (ক); ১৯ (খ);  ২০ (ঘ)।