|
প্রিন্টের সময়কালঃ ২৪ জানুয়ারি ২০২৫ ০৬:৩২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ জানুয়ারি ২০২৫ ০৩:১৩ অপরাহ্ণ

ভারতে অনুপ্রবেশের চেষ্টা: ৮ বাংলাদেশি আটক


ভারতে অনুপ্রবেশের চেষ্টা: ৮ বাংলাদেশি আটক


ঢাকা প্রেস,পঞ্চগড় প্রতিনিধি:-

 

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী কাজীপাড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে বড়শশী বিওপি ক্যাম্পের সদস্যরা। আটককৃতদের মধ্যে ৩ পুরুষ, ৩ শিশু এবং ২ নারী রয়েছেন।
 

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা।
 

আটককৃতরা হলেন— দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ছোট চন্ডীপুর গ্রামের জীতেন্দ্রনাথের ছেলে বিশ্বজিত রায় (২৭), তার স্ত্রী খুশি রায় (২৩), ছেলে প্রাণাভি রায় (৩); কাহারোল উপজেলার তেলিয়ান এলাকার ভবেশ রায়ের ছেলে রতন রায় (৩০), তার স্ত্রী চন্দনা রানী (২৮), ছেলে সমর রায় (১০), মেয়ে চুমকা রানী (৫); এবং পঞ্চগড়ের বোদা উপজেলার উৎকুড়া এলাকার ধমেশ্বর রায়ের ছেলে সুজন রায় (২১)। তাদের মধ্যে সবাই সনাতন ধর্মের অনুসারী।
 

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃতরা স্থানীয় একাধিক দালাল চক্রের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকা চুক্তিতে ভারতে অনুপ্রবেশের জন্য সীমান্ত এলাকায় আসেন। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি তাদের আটক করে। আটককৃতরা ভারতে থাকা আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সীমান্তে পৌঁছেছিলেন। এ সময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন এবং নগদ ৪,৫৮৪ টাকা উদ্ধার করা হয়।
 

এ ঘটনায় ৩ শিশুকে মুচলেকা নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, অন্যদের বোদা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
 

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানিয়েছেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। তিনি বলেন, “এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং দালাল চক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫