|
প্রিন্টের সময়কালঃ ০১ মার্চ ২০২৫ ০৮:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ মার্চ ২০২৫ ০২:২৯ অপরাহ্ণ

মধ্যরাতে সড়কে গাছ ফেলে ৪০টি গাড়িতে ডাকাতি


মধ্যরাতে সড়কে গাছ ফেলে ৪০টি গাড়িতে ডাকাতি


পাবনা প্রতিনিধি:-

 

পাবনার সাঁথিয়ায় ভয়াবহ এক ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত দেড়টার দিকে পাবনা-সাঁথিয়া সড়কের ছেচানিয়া ব্রিজের কাছে ডাকাতরা গাছ ফেলে রাস্তা অবরোধ করে এবং বাস, ট্রাক, প্রাইভেটকারসহ অন্তত ৪০টি গাড়িতে লুটপাট চালায়।
 

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, ডাকাত দল প্রথমে একটি পণ্যবাহী ট্রাক থামিয়ে দেয়, যার ফলে অন্যান্য যানবাহনও আটকা পড়ে। এরপর ৪০-৫০ জন ডাকাত ধারালো অস্ত্র নিয়ে একে একে গাড়িগুলোতে হামলা চালায়। গেট খুলতে দেরি করায় তারা কিছু গাড়ি ভাঙচুরও করে। যাত্রী ও পরিবহন শ্রমিকদের মারধর করে, মোবাইল, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুটে নেয়।
 

ডাকাতির শিকার হওয়া আব্দুস সালাম নামে এক ব্যক্তি তার ফেসবুকে লিখেছেন, "হুট করে আমাদের গাড়িতে ডাকাতরা আক্রমণ করে। বারবার আঘাতের পর আমরা বাধ্য হয়ে দরজা খুললে তারা চালকের গলায় ও পেটে চাকু ধরে। এরপর সবাইকে জিম্মি করে সর্বস্ব লুটে নেয়।" তিনি আরও জানান, "আমরা অনুরোধ করেছিলাম কাউকে আঘাত না করার জন্য। তারা আমাদের গাড়িতে কাউকে মারেনি, এমনকি আমার দুটি মোবাইলও ফেরত দিয়েছে।"
 

একজন প্রবাসী দেশে ফিরছিলেন একটি মাইক্রোবাসে, ডাকাতরা সেই গাড়িতেও হামলা চালিয়ে যাত্রীদের মারধর করে ও সর্বস্ব লুটে নেয়।
 

স্থানীয় ইউপি সদস্য বাবু জানান, "এই সড়কটি খুব ব্যস্ত না হলেও ঢাকা ও আশপাশের এলাকায় যাওয়ার জন্য অনেকে ব্যবহার করেন। ডাকাতরা পরিকল্পিতভাবে গাছ ফেলে রাস্তা বন্ধ করে এ ঘটনা ঘটিয়েছে।"
 

সাঁথিয়া থানার ওসি বলেন, "খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫