|
প্রিন্টের সময়কালঃ ০৪ এপ্রিল ২০২৫ ০৫:৩০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ সেপ্টেম্বর ২০২৪ ১২:১১ অপরাহ্ণ

শুক্রবার ফের প্রেক্ষাগৃহে এসেছে ‘তুফান’।


শুক্রবার ফের প্রেক্ষাগৃহে এসেছে ‘তুফান’।


রায়হান রাফীর কোরবানির ঈদের ছবি ‘তুফান’  দেশে ও বিদেশে দারুণ ব্যবসা করেছে। তবে মাঝখানে দেশের রাজনৈতিক ও বন্যা পরিস্থিতির কারণে ছবিটির জয়রথ থেমে গেছে। একদিকে প্রেক্ষাগৃহ সচল নেই, অন্যদিকে মানুষও নানা ইস্যুতে ব্যস্ত। শুক্রবার ফের প্রেক্ষাগৃহে এসেছে ‘তুফান’।


১১তম সপ্তাহে দেশের ১১টি প্রেক্ষাগৃহে চলছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত ছবিটি। এ ছাড়া ২৩ আগস্ট থেকে মালয়েশিয়ার সিনেমা হলেও চলছে এবং ভালো ব্যবসা করছে। শোনা যাচ্ছে, এ মাসেই ছবিটি চরকিতে মুক্তি পাবে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।


এদিকে স্মরনকালের ভয়াবহ বন্যায় বাজেভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে দেশের অনেক অঞ্চল। দেশের মানুষ বন্যার্তদের সাহায্যে ছুটে যাচ্ছেন। নিজ নিজ জায়গা থেকে করছেন সহযোগিতা। বিনোদন অঙ্গনের তারকারাও হাত বাড়িয়ে দিয়েছেন সাহায্যের। তবে দেশের এমন পরিস্থিতিতে নীরব শাকিব খান। এখন পর্যন্ত বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসতে দেখা যায়নি সুপারস্টারকে। তাই ভক্ত অনুরাগীদের সমালোচনার মুখেও পড়ছেন তিনি।
 


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫