কুড়িগ্রামে ১২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলেন- কিশোরগঞ্জ জেলা সদরের করিমগঞ্জ বাজার এলাকার মাদক কারবারি মো. ইয়াসিন আরাফাত (১৯)।
কুড়িগ্রাম জেলা পুলিশ মিডিয়া জানায়, জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম শুক্রবার ভোর আনুমানিক সোয়া ৫টায় নাগেশ্বরী থানাধীন রামখানা ইউনিয়নের মন্ডলটারী এলাকা থেকে মাদক কারবারি মো. ইয়াসিন আরাফাতকে (১৯) ১২০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী বলেন, জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে ১২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি ইয়াসিনকে গ্রেপ্তার করে। এই বিষয়ে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫