|
প্রিন্টের সময়কালঃ ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৫৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫৬ অপরাহ্ণ

ইরান যুক্তরাষ্ট্রকে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিল


ইরান যুক্তরাষ্ট্রকে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিল


ঢাকা প্রেস,আন্তর্জাতিক ডেস্ক:-

 

ইরান যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তার পারমাণবিক স্থাপনায় হামলা হলে তা সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করবে বলে হুঁশিয়ারি দিয়েছে।
 

শুক্রবার (৩১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্র হামলা চালায়, তবে তা এই অঞ্চলে ব্যাপক যুদ্ধের সূচনা করবে।
 

আরাঘচি আরো বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি হবে একটি বড় ভুল। যে কোনো ধরনের হামলার ক্ষেত্রে ইরান তাৎক্ষণিক ও কঠোর প্রতিক্রিয়া জানাবে, যার ফলে পুরো অঞ্চলে যুদ্ধ শুরু হতে পারে।
 

ইরান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে উদ্বেগ প্রকাশ করছে। তাদের আশঙ্কা, ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার অনুমতি দিতে পারেন এবং একই সঙ্গে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করতে পারেন।
 

বর্তমানে কাতার সফরে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররহমান বিন জাসিম আল থানির সঙ্গে আঞ্চলিক বিষয় নিয়ে বৈঠক করেছেন। একই সময়ে হামাস কর্মকর্তাদের সঙ্গেও তার সাক্ষাৎ হয়। এ বিষয়ে আরাঘচি বলেন, "ইসরায়েলের যুদ্ধের পরও ফিলিস্তিনিরা গাজায় 'বিজয়' অর্জন করেছে। পৃথিবী যেসব হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ দেখেছে, তবুও ফিলিস্তিনি জনগণ তাদের ভূমিতে দৃঢ় অবিচল থেকেছে এবং তাদের মূল্যবোধ ও নীতিগুলি ধরে রেখেছে। আমি এটিকে একটি বিজয় হিসেবে মনে করি।"
 

ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, "ইরান-আমেরিকা সম্পর্কের ইতিহাস শত্রুতা ও অবিশ্বাসে পরিপূর্ণ। ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে গিয়েছিলেন এবং কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানিকে হত্যা করেছিলেন।"


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫