পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা মামলায় তিন বছরের জেল দিয়েছেন বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ হুমায়ুন দিলওয়ার। এবার তাকে শুক্রবার ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ বা ওএসডি করে পাঠানো হয়েছে।
তবে কোনো শাস্তিমূলকভাবে এই পদক্ষেপ নেয়া হয়নি। তিনি স্বেচ্ছায় ওএসডি হয়েছেন বলে জানা গেছে। তাকে ও তার পরিবারকে হুমকি দেওয়ার পর তার অনুরোধ অনুমোদন করে এমন সিদ্ধান্ত নিয়েছেন ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক।
কিন্তু কেন তাকে এভাবে সরিয়ে আনা হলো, তা নিয়ে কৌতূহল চারদিকে। এর জবাবে বলা হয়েছে, ইমরান খানের বিরুদ্ধে ঐ রায় দেওয়ার পর থেকে অব্যাহতভাবে হুমকি পাচ্ছিলেন দিলাওয়ার ও তার পরিবার। এর পরিপ্রেক্ষিতে তিনি তাকে জুডিশিয়াল কমপ্লেক্স জি-১১ অথবা ইসলামাবাদ হাইকোর্টের বিশেষ কোনো কোর্টে স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন।
ইমরান খানের সমর্থকদের রোষানল থেকে বাঁচার জন্য তাকে সরিয়ে আনা হয়েছে বলে পাকিস্তানের গণমাধ্যমে মন্তব্য করা হয়েছে।