|
প্রিন্টের সময়কালঃ ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৪২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪৮ অপরাহ্ণ

বিদ্যুৎ বিভাগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যতিক্রমী কর্মসূচি পালন


বিদ্যুৎ বিভাগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ব্যতিক্রমী কর্মসূচি পালন


কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি:-


 

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বাড়বকুণ্ড বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) দপ্তরে এক ব্যতিক্রমী কর্মসূচি পালিত হয়েছে। নিয়মিত দাপ্তরিক সময় শেষে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অতিরিক্ত এক ঘণ্টা কাজ করে তাদের আন্দোলনকে ইতিবাচকভাবে প্রকাশ করেন।
 

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সাত দফা দাবির পক্ষে সারাদেশে এ কর্মসূচি পালন করা হচ্ছে। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—

  • ৩ সেপ্টেম্বর: দাপ্তরিক সময়ের পর অতিরিক্ত এক ঘণ্টা কাজ।

  • ৫ সেপ্টেম্বর: আইডিইবি ভবনে জেলা ও কেন্দ্রীয় নেতাদের যৌথ মতবিনিময়।

  • ৬ সেপ্টেম্বর: অধ্যক্ষ-উপাধ্যক্ষ ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে আলোচনা।

  • ১০ সেপ্টেম্বর: দেশের সব পলিটেকনিক ক্যাম্পাসে ছাত্র সমাবেশ।

  • ১৫ সেপ্টেম্বরের মধ্যে: ঢাকায় “যোগ্যতা স্তরের সাথে পেশার অসামঞ্জস্যতা : জাতীয় উৎপাদনশীলতায় এর প্রভাব” শীর্ষক সেমিনার।
     

বাড়বকুণ্ড বিদ্যুৎ অফিসে কর্মসূচিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের সদস্য ও বিউবো ডিপ্রকৌসের অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার এখলাছ উদ্দিন আহাম্মেদ। তিনি বলেন,

“আমরা ইতিবাচক আন্দোলনের অংশ হিসেবে অতিরিক্ত এক ঘণ্টা কাজ করছি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।”

এসময় উপস্থিত ছিলেন বাড়বকুণ্ড বিদ্যুৎ অফিসের উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, মো. আবু সালেহ, রিপন আহমেদ, আবুল কালাম আজাদসহ আরও অনেকে।
 

ইঞ্জিনিয়ার এখলাছ উদ্দিন আরও বলেন,

“ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সরকারের অনুমোদিত প্রকৌশলী কলেজের নিয়ম মেনেই শিক্ষা গ্রহণ করছেন। দেশে-বিদেশে বিদ্যুৎ খাতসহ বিভিন্ন শিল্পে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। অথচ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহারের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সাত দফা ন্যায্য দাবি দ্রুত মেনে নিতে হবে, নইলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।”


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫