|
প্রিন্টের সময়কালঃ ১০ ডিসেম্বর ২০২৫ ০৩:০১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ ডিসেম্বর ২০২৫ ১২:৪৮ অপরাহ্ণ

ময়মনসিংহে নিজস্ব উদ্যোগে অবহেলিত বধ্যভূমি সংরক্ষণ শুরু


ময়মনসিংহে নিজস্ব উদ্যোগে অবহেলিত বধ্যভূমি সংরক্ষণ শুরু


মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:


 

ময়মনসিংহ নগরীর সার্কিট হাউস মাঠসংলগ্ন পার্কের ব্যাটবল চত্বরের কাছে অবস্থিত এক অবহেলিত ও অরক্ষিত বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে স্থানীয় গণসাংস্কৃতিক সংগঠন ‘সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ’। ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে সংগঠনটি নিজস্ব ব্যবস্থাপনায় স্থাপনাটির চারপাশে সিমেন্টের পিলার বসিয়ে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করে।
 

স্বাধীনতা যুদ্ধের সময় এই স্থানটিতে মুক্তিকামী বাঙালিদের নির্মমভাবে হত্যা করে ফেলে রাখা হতো। বহু বছর ধরেই অরক্ষিত থাকায় পার্কের ভাসমান দোকানদারদের ময়লা-আবর্জনার স্তুপে বধ্যভূমিটি প্রায়ই নোংরা হয়ে থাকত।
 

সংগঠনটির দাবি, মহান বিজয় দিবস ২০২০ থেকে তারা নিয়মিত কর্মসূচি পালন করে এবং বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণে সরকারি কোনো দৃশ্যমান উদ্যোগ পাননি। বর্তমানে প্রস্তাবিত প্রাক্কলনসহ প্রয়োজনীয় নথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে থাকলেও কাজ এখনো শুরু হয়নি। ফলে ছোট স্মৃতিচিহ্নটি আজও অবহেলায় পড়ে আছে।
 

সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদ বলেন, “দীর্ঘদিন ধরে আমরা বধ্যভূমিটি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়ে আসছি। নথিপত্র মন্ত্রণালয়ে থাকলেও নির্মাণকাজ দৃশ্যমান না হওয়ায় এবার নিজস্ব উদ্যোগেই সংরক্ষণ শুরু করেছি। সিমেন্টের পিলার বসানো হয়েছে, বিজয় দিবসের আগেই আরও কিছু সৌন্দর্যবর্ধন কাজ সম্পন্ন করা হবে।”
 

উল্লেখ্য, সংরক্ষণ কাজে আর্থিক সহযোগিতা দিচ্ছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ময়মনসিংহ জেলা শাখা।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫